জাতিসংঘের কাছে ৩ দাবি জানিয়েছে ইসরায়েল

জাতিসংঘের কাছে ৩ দাবি জানিয়েছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ইরানের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনটি দাবি জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গিলাদ এরদান এই দাবি উপস্থাপন করেন। শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের ওপর সরাসরি হামলা শুরু করে ইরান। নজিরবিহীন এ হামলা ইসরায়েল ঠেকাতে সক্ষম হয়েছে। ইরান তিন শতাধিক ড্রোন ও রকেট নিক্ষেপ করে। হামলা হয়েছে ইরাক ও ইয়েমেন থেকেও। জেরুজালেম ও তেলআবিবসহ পুরো ইসরায়েলজুড়ে বেজেছে বিমান হামলার সাইরেন।

প্রথমত, এই হামলার জন্য ইরানের প্রতি তীব্র নিন্দা জানানোর দাবি করেছে ইসরায়েল। নিরাপত্তা পরিষদ যেনো ইরানের প্রতি নিন্দা জানায়।

দ্বিতীয়ত, ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইসরায়েল। এবং তা অবিলম্বে কার্যকর করারও দাবি জানানো হয়েছে।

তৃতীয়ত, ইরানের বাহিনী ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছে ইসরায়েল।