বান্দরবানের অভিযানে ২ কুকিচিন সন্ত্রাসী নিহত

বান্দরবানের অভিযানে ২ কুকিচিন সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকিচিনের ২ সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) রুমার দুর্গম বাকলাই পাড়া এলাকা থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, রবিবার রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিনের ২ সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে অস্ত্র লুট করে কুকিচিনের সন্ত্রাসীরা। এ সময় অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। তবে দু’দিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে তাঁকে উদ্ধার করে র‌্যাব।

রুমার ঘটনার ১৭ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে কুকিচিনের সন্ত্রাসীরা।

এরপর থেকে লুট হওয়া অস্ত্র এবং অর্থ উদ্ধারসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে বান্দরবানে অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনী। এ পর্যন্ত যৌথ অভিযানে কুকিচিনের ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।