সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ঢাকায়

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ঢাকায়

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সারাদেশের মতো ঢাকায়ও তীব্র শীত পড়ছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত পড়েছে কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায়, যা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

অপরদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার এ তাপমাত্রাও চলতি বছরের সর্বনিম্ন। গতকাল সোমবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বুধবার বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।