৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ

৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : আসছে ৮ এপ্রিল সোমবার দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে সর্বপ্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১টা ২৭ মিনিটে পূর্ণগ্রাস দেখা যাবে। পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক মেক্সিকো থেকে।

প্রাচীন ব্যাবিলনে গ্রহণের পূর্বাভাস দিতে পারতেন সে যুগের জ্যোতির্বিদরা।

চাঁদের ছায়া পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। দিন-দুপুরে ঘুটঘুটে আঁধার নামবে। ৪ মিনিট ২৮ সেকেন্ড স্থায়ী হবে গ্রহণ। তবে এই গ্রহণ পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম নয়। ইতিহাস বলে, খ্রিস্টপূর্ব ৭৪৩ সালে যে সূর্যগ্রহণ হয়, সেটিই এখনও পর্যন্ত দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেবার ৭ মিনিট ২৮ সেকেন্ড সূর্যকে ঢেকে দিয়েছিলো চাঁদ।

এই বিরল দৃশ্য দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটছে মেক্সিকোর দিকে। তবে ভারতের ইসরো জানিয়েছে, এবারের সূর্যগ্রহণকে খুব কাছ থেকে দেখবে ভারতের সৌরযান আদিত্য এল-১। আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট পেলোড তাঁর কাজ শুরু করে দিয়েছে। এই যন্ত্রের দুটি সাব-পেলোড আছে- প্রথম সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার এবং দ্বিতীয় সাব-পেলোড হলো সুপারথার্ম এবং এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার। এটি সৌরবায়ুকে পর্যবেক্ষণ করছে। এই পেলোডগুলোই চাঁদের ছায়ায় সূর্যকে সম্পূর্ণ ঢাকা পড়তে দেখবে।