আব্দুল্লাহ আল ফারুক মুরাদের বিরহের কবিতা ‘অবুঝ অধিকার’।
কেউ আর খবর নেয় না
সব দরজাগুলো এক এক করে
বিকট শব্দ করে বন্ধ হয়ে গেলো।
হয়তো নিজেই এমনটি চেয়েছিলাম
নয়তো ও এপথ হতে সরে যেতে বলেছে
আমার ছোট্ট পথের শেষ এভাবেই!
সময় আর আমি এখন অবসরে
সবকিছু চুকিয়ে নিরুত্তরে
শুধুই দেখা হয়
সকাল-দুপুর-সাঝে।
সেই একই অনুভব
তুমি আছো, খুব কাছে
এক টুকোও নড়েচড়ে উঠো নি
আমার চাওয়ার মাঝে।
এই বেশ ভালো আছি
কি লাভ এতো মায়ায় জড়িয়ে
থাক না ও নিজের বেছে নেওয়া পথে।
পথ আর আমি এখন সমান্তরালে
যা কখনোই মেলাতে হয় নি
কারণ সবই বহমান বাঁচার তাগিদে।
জীবন এমনি!
সব পেতে নেই;
মিছে ছুতে নেই;
এতো কাছে আসতে নেই;
এতো বাসতেও নেই!!
সবই মায়াজাল;
সবই মোহের আবর্তে ঘেরা;
সবই মিছে হয় সময় গড়িয়ে;
সবই ঠুনকো হয়;
সবই ফিকে হয়ে যায়;
সবই হারিয়ে যায়।
জীবনের সবকটি জানালা
কখনোই খুলতে নেই
সবার কাছে।
কারণ তোমার সব সঞ্চিত সুবাতাসে
হয় সে ভাসবে, নয়তো তোমার সবকিছুই
বিলীন করে উড়ে যাবে
অন্য কোথাও।
তবুও আমি হারিয়ে যেতে
মন গগনে পাখা মেলি বারংবার
মোহ আর মায়ায় জড়িয়ে একাকার
কখনোই মেলাতে পারি নি
এ অবুঝ অধিকার।
২১ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ।