সুনামগঞ্জে নৌবাহিনীর উদ্যোগে ৩ শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তেল ও চিড়া।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিড়া ও মুড়িসহ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা শহরের ওয়েজখালীস্থ বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের মাঠে এসব খাদ্য সামগ্রি বিতরণ করেন।
এ সময় বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার কামরুল আবেদীন ও লে. মোহাম্মদ খালিদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ অঞ্চলের জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান, অ্যাডজুটেন্ট রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।