জুলাইয়ের ২৪ দিনেই ১৭৩ কোটি ডলারের রেমিট্যান্স।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১৭৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিলো ১৮৭ কোটি ১৪ লাখ মার্কিন ডলার। আর চলতি মাসে তা ২ শ কোটি মার্কিন ডলার অথবা ২ বিলিয়ন ডলারও ছাড়িয়ে যেতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, সারা বছরের মধ্যে ২ ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ অন্যান্য সময়ের চেয়ে বাড়ে। ঈদে দেশে নগদ টাকার চাহিদা থাকায় তার জোগান দিতেই প্রবাসীরা তাঁদের আত্মীয়-স্বজনদের কাছে রেমিট্যান্স পাঠান। প্রবাসীদের এই অর্থে দেশে থাকা তাঁদের আত্মীয়-স্বজনেরা কোরবানি ও ঈদের কেনাকাটা করেন। তাই এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহে গতি দেখা যাচ্ছে।
ব্যাংকাররা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বাড়লে ডলারের ‘সঙ্কট’ অনেকটা কেটে যাবে। কেটে যাবে বাজারে অস্থিরতাও। সবমিলিয়ে রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে দক্ষ লোকবল বিদেশে পাঠানোর পাশাপাশি কার্ব মার্কেটের ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।