নওগাঁয় শশীভূষণ চক্রবর্তী মেধা শিক্ষাবৃত্তি প্রদান।

নওগাঁয় শশীভূষণ চক্রবর্তী মেধা শিক্ষাবৃত্তি প্রদান।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কামাল উদ্দিন টগর, নওগাঁ : নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় ও কলেজের ‘শশীভূষণ চক্রবর্তী মেধা শিক্ষাবৃত্তি ২০২১’ প্রদান করা হয়েছে।

আজ শনিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় স্কুল ও কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

সভাপতিত্ব করেন স্কুল ও কলেজের কার্যকরী কমিটির সভাপতি সুকমল কর্মকার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য আলহাজ শহিদুজ্জামান সরকার,  নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলাছি) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার,  নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি। 

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল্পনা ইয়িসমিন এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বালুভরা শশীভূষণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোথ্তালেব হোসেন। আরও বক্তব্য দেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ দুলু এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরসহ অন্যরা।

অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমিক, জেএসসি ও পিএসসি পর্যায়ের মোট ৩৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।