নতুন বলে মঙ্গলবার শুরু সেমিফাইনাল : মুখোমুখী আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বিশ্বকাপের সেমিফাইনালে এবার দেখা যাবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এবং ফ্রান্স-মরক্কোকে।
প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
কাতার বিশ্বকাপে সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ‘আল হিল্ম’ নামক নতুন বলে। আল হিল্ম শব্দের অর্থ ‘স্বপ্ন’।
এবার কোয়ার্টার ফাইনালে ফেভারিট দল ব্রাজিলকে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথম ৯০ মিনিটে কোনও দল গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে ১-১ এ খেলা শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। নেদারল্যান্ডসকেও একই কায়দায় হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিটে ২-২ এ খেলা ড্র হয়। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৩ ব্যবধানে জেতেন লিওনেল মেসিরা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়েছে মরক্কো। ১-০ গোলে জিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিয়েছে তাঁরা। আর ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে নামবে মরক্কো ও ফ্রান্স।