নির্বাচনের আগে নাশকতার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

নির্বাচনের আগে নাশকতার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নির্বাচনকে ঘিরে ভয়াবহ বিভিন্ন নাশকতার ঘটনায় বেশ উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় গভীরভাবে চিন্তিত এ সংস্থাটি। সেই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিশ্ব সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ সময় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সংস্থাটি।

বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, ততোই অন্যতম বিরোধী দল বিএনপির সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র বাড়ছে যাত্রীবাহী বাস ও ট্রেনে নাশকতার ঘটনা। গত ১৩ ডিসেম্বর ট্রেনের লাইন কেটে রাখার পর একজন নিহত হয়, এরপর গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একই ট্রেন ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ এ আগুন দেওয়া হয়। এ সময় তিনটি বগিতে আগুন লাগে। তখন মারা যান মা ও শিশুসহ চারজন।

গত ২৮ অক্টোবর বিএনপির সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত সারাদেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় তিন শতাধিক যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পুলিশ হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনা এবং প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মতো অন্যায়ের ঘটনাও ঘটেছে।