বর্ণাঢ্য আয়োজনে ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; হেলাল উদ্দিন সরকার, ধুনট (বগুড়া) : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে সারাদেশের মতো বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী এবং আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান।
আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষী, উদ্যোক্তা ও সুফলভোগীরা।
২৪ থেকে ২৯ জুলাই বণার্ঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।