র্যাব পরিচয়ে ৫ লাখ টাকা দাবি : গ্রেপ্তার ৬।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : র্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (পহেলা জুলাই) রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে র্যাব তাঁদের গ্রেপ্তার করে।
ওই ৬ জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা র্যাবের হাতে গ্রেপ্তার এক ব্যক্তির স্ত্রীর কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছেন। নিজেদের র্যাবের সদস্য বলে পরিচয় দিয়ে ওই নারীর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেছিলেন ওই ৬ জন।
তাঁরা হলেন : নজরুল ইসলাম, মিজানুর রহমান, মোহাম্মদ নীরব, আবু তৈয়ব, রুবেল হোসেন ও মানিক হোসেন।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বাঙলা কাগজ ও ডনকে বলেন, গত ২৬ জুন নগরের ডবলমুরিং থানা দেওয়ানহাট এলাকা থেকে জাল স্ট্যাম্পসহ মমতাজ পাটোয়ারী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব। ওই ঘটনার পরপরই মানিক হোসেনসহ তাঁর সহযোগীরা নিজেদের র্যাবের কোম্পানি কমান্ডারের গাড়িচালক এবং র্যাব সদস্য পরিচয় দিয়ে মমতাজের স্ত্রীকে ফোন করেন। তাঁকে বলা হয়, তাঁর স্বামীর কাছে অবৈধ কিছু পাওয়া যায় নি। তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু স্যারের জন্য কিছু খরচ লাগবে।
র্যাব কর্মকর্তা নূরুল আবছার আরও বলেন, প্রথমে ৫ লাখ টাকা দাবি করা হয়। মমতাজের স্ত্রী এতো টাকা দিতে পারবেন না জানালে প্রতারকেরা এক লাখ টাকায় নেমে আসেন। পরে ওইদিন বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা মমতাজের স্ত্রীর কাছ থেকে নেন। বলা হয়, তাঁর স্বামীকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু পরদিন তাঁর স্বামী বাসায় না ফেরায় মমতাজের সন্দেহ হয়। পরে তিনি জানতে পারেন র্যাব পরিচয় দিয়ে ফোন করা ব্যক্তিরা প্রতারক। বিষয়টি র্যাবকে জানানো হলে অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।