লালমনিরহাটে সমবায় দিবস উদ্‌যাপন ও আলোচনা সভা

লালমনিরহাটে সমবায় দিবস উদ্‌যাপন ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; শাহজাহান সুমন; লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারীতে সমবায় দিবস উদ্‌যাপিত হয়েছে। একইসঙ্গে হয়েছে আলোচনা সভাও। শনিবার (৪ নভেম্বর) আদিতমারী উপজেলা হলরুমে ওই সমবায় দিবস উদ্‌যাপিত হয়। এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিলো, ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুুরুজ্জামান আহমেদ, এমপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারীর সহকারী কমিশনার (ভূমি) রওজাতু জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা।

সমবায় দিবসে আদিতমারী উপজেলার সমবায় নিবন্ধিত ২৮টি সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগো নারী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক শামসুন্নাহার মিলি, নাগরিক উন্নয়ন প্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান সুমন, আরাজির ঢেওডোবা সমবায় সমিতির সভাপতি আ. আহাদ এবং তিস্তা উন্নয়ন সমিতির সভাপতি আবুল হাশেম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিতমারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার রায়।