মানুষের কণ্ঠস্বর হুবহু ক্লোন করার প্রযুক্তি যুক্তরাষ্ট্রের

মানুষের কণ্ঠস্বর হুবহু ক্লোন করার প্রযুক্তি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআই এবার নিয়ে এলো মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করার প্রযুক্তি। খবর : এএফপি’র।

‘ভয়েস এঞ্জিন’ নামের এই মডেলটিকে মাত্র ১৫ সেকেন্ডের একটি অডিও স্যাম্পল শোনালেই তা ওই কণ্ঠস্বর হুবহু ক্লোন করতে পারবে, শুক্রবার (২৯ মার্চ) এক ব্লগ পোস্টে জানিয়েছে ওপেনএআই।

আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ সময়ে এমন একটি প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে, স্বীকার করেছে ওপেনএআই। তবে তাঁরা বলেছে, প্রযুক্তিটি নিরাপদে ব্যবহার করার ব্যবস্থা করবে তাঁরা। এআই ব্যবহার করে তৈরি করা অডিও ক্লিপ সহজে শনাক্ত করার ব্যবস্থা থাকবে, আর তা কীভাবে ব্যবহার করা হবে, সেটা নিয়েও শক্ত নিয়মনীতি থাকবে।

কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠস্বর অনুকরণ করে সে দেশের নাগরিকদের ফোনে একটি বার্তা পাঠানো হয়েছিলো। এআই ব্যবহার করে তৈরি করা হয়েছিলো ওই বার্তা। 

ফলে অনেক বিশেষজ্ঞই ভয় পাচ্ছেন, নির্বাচনের বছরে এআই ব্যবহারে এমন আরও কারসাজি হতে পারে।