সম্পূর্ণ দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু : হেটেই যাওয়া যাবে এপার থেকে ওপার

সম্পূর্ণ দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু : হেটেই যাওয়া যাবে এপার থেকে ওপার

ডন প্রতিবেদক, মুন্সীগঞ্জ : পদ্মা সেতুতে রেলওয়ে স্ল্যাব বাসানোর দু’মাসের মাথায় এ বার সড়ক পথের স্ল্যাব বসানোর কাজও শেষ হয়েছে। ফলে এবার সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু আর সড়কপথেই হেটে যাওয়া যাচ্ছে এপার থেকে ওপার। জানা গেলো, সেতুর সড়ক পথের মোট ২ হাজার ৯১৭টি স্ল্যাবের সবগুলো বসানো হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টা ১২ মিনিটের দিকে সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারে সর্বশেষ স্ল্যাব বসানো হয়। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর সড়ক পথ সম্পূর্ণ হলো। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহি প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, এর আগে চলতি বছরের ২০ জুন শেষ হয়েছিলো দ্বিতল সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। তিনি আরও জানান, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজের বাকি আর মাত্র ৫ দশমিক ৭৫ শতাংশ। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু হয় পদ্মা সেতু। এরপর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছিলো ২০২০ সালের ১০ ডিসেম্বর। একইসঙ্গে চলতে থাকে রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানোসহ অন্যান্য কাজ। ২০২২ সালের জুন মাসেরমধ্যেই এই সেতু দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।