হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্যের স্নান

হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্যের স্নান

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পুণ্যস্নান করে আসছেন।

হিন্দু ধর্ম অনুসারে, ব্রহ্মপুত্র নদীতে এই পুণ্য কর্মের মাধ্যমে তাঁদের পাপমোচন হয়।

দেশের বিভিন্ন স্থানে পূর্ণার্থীরা এ নদীর তীরে জড়ো হয়ে স্নানমন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরিতকি, ডাব, আমের পাতা ইত্যাদি দিয়ে স্নান করেন। এরই অংশ হিসেবে আজ বুধবার (২৯ মার্চ) ব্রহ্মপুত্র নদীর নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ অংশে মহাঅষ্টমী স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা।