ডন প্রতিবেদন : করোনাভাইরাসের ক্ষেত্রে একজনও দুই-তিনবার পরিক্ষা করিয়েছেন। ফলে শনাক্ত আর আক্রান্তের সংখ্যা কিন্তু কোনোভাবেই সমান নয়। এক্ষেত্রে শনাক্তের চেয়ে আক্রান্তের সংখ্যা ‘অবশ্যই’ কম হওয়ারই কথা। আবার দেশে সুস্থতার হার কিংবা করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যাও কিন্তু নেহায়েত কম নয় বরং আক্রান্তের কাছাকাছি। সর্বশেষ তথ্য অনুযায়ি, দেশে ১৪ লাখ ১২ হাজার ২১৮ শনাক্তের ক্ষেত্রে সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।
এদিকে, জাতীয় শোক দিবসের আগেরদিন আরও একটি সুখবর আছে। সেটি হলো : দেশে দৈনিক শনাক্ত করোনাভাইরাসের রোগির সংখ্যা ৭ হাজারেরও নিচে নেমেছে, মৃত্যুও রয়েছে দুইশ’রও নিচে।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৩৩ হাজার নমুনা পরিক্ষা করে ৬ হাজার ৮৮৫ জনেরমধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে।
গত ৩ সপ্তাহে একদিনে এটাই সবচেয়ে কম রোগি শনাক্তের খবর। এর আগে গত ২৪ জুলাই ৬ হাজার ৭৮০ রোগি শনাক্ত হয়েছিলো। তারপর শুক্রবার (১৩ আগস্ট) পর্যন্ত দৈনিক শনাক্ত ৮ হাজারের নিচে আর নামে নি।
নতুন রোগিদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগির মোট সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ি, শনিবার (১৪ আগস্ট) পর্যন্ত নমুনা পরিক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ শতাংশে। এই হার আগেরদিন ছিলো ২০ দশমিক ৮৩ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগিদের মধ্যে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৯৮৮ জন।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ৭ হাজার ৮০৫ জন। ফলে সবমিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।