৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : এপ্রিলের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ঢাকাসহ দেশের ৪ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।‌ তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন। এরই মধ্যে ৪ বিভাগে বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত ঝড়ের কোনও সতর্কতা নেই।

শুক্রবার (৫ এপ্রিল) নিয়মিত বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে অধিদপ্তর বলেছে, টাঙ্গাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙামাটি জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছে, বাংলাদেশে প্রায় প্রতি বছরই এপ্রিল মাসে গড়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ও এক-দু’টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। তবে আশঙ্কার কথা হচ্ছে, এ বছরের তাপপ্রবাহের ব্যাপ্তিকাল বিগত বছরগুলোকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, গত বছর চরম তাপপ্রবাহ ছিলো। ২০২৩ সালের এপ্রিল মাসে সারাদেশে দুই সপ্তাহেরও বেশি সময় জুড়ে তাপপ্রবাহ ছিলো। গতবার দেশে রেকর্ডধারী তাপমাত্রা ছিলো। সেই তুলনায় এবার তো এখনও কম আছে।

বর্তমানে যে তাপমাত্রা বিরাজ করছে, তা ৮ ও ৯ এপ্রিল নাগাদ কিছুটা কমতে পারে জানিয়ে তিনি বলেন, এপ্রিল উষ্ণতম মাস, এ সময় তাপমাত্রা এমনিতেও বেশি থাকে। কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করার জন্য বৃষ্টি, ঝোড়ো হাওয়া দরকার। যখন ঝড় হয়, তখন ভারি বৃষ্টি হয়। বৃষ্টি হলে তাপমাত্রা আর বাড়ে না।