ডিজিটাল জনশুমারি : দেশে স্বাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ।

ডিজিটাল জনশুমারি : দেশে স্বাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) জনশুমারি ও গৃহগণনার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগণনার ২০২২ সালের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের শহুরে এলাকায় স্বাক্ষরতার হার ৮১ দশমিক ২৮ শতাংশ। গ্রামীণ এলাকায় স্বাক্ষরতার হার ৭১ দশমিক ৫৬ শতাংশ। পুরুষদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ এবং নারীদের মধ্যে এই হার ৭২ দশমিক ৮২ শতাংশ।

স্বাক্ষরতার হারের দিক থেকে ঢাকা বিভাগ এগিয়ে আছে। এই বিভাগে স্বাক্ষরতার হার ৭৮ দশমিক শূন্য ৯ শতাংশ। আর ময়মনসিংহ বিভাগে স্বাক্ষরতার হার সর্বনিম্ন ৬৭ দশমিক শূন্য ৯ শতাংশ।

এর আগে ২০১১ সালের জনশুমারির তথ্য অনুযায়ী, দেশে স্বাক্ষরতার হার ছিলো ৫১ দশমিক ৭৭ শতাংশ।

সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।