কোটচাঁদপুর শহরকে আর্বজনামুক্ত করতে ময়লার ভ্যান উদ্বোধন মেয়রের
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : কোটচাঁদপুর পৌর শহরকে আর্বজনা ও দূষণমুক্ত করতে ময়লা ফেলা ভ্যানের উদ্বোধন করেছেন মেয়র সহিদুজ্জামান (সেলিম)। বুধবার (১৭ এপ্রিল) এসব ভ্যানের উদ্বোধন করেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, কোটচাঁদপুর পৌরবাসী তাঁদের বাড়ির আর্বজনা যত্রতত্র ফেলে রাখেন। এতে দূষিত হয় পরিবেশ। বিষয়টি চোখে পড়ে পৌরসভার মেয়র সহিদুজ্জামানের। এর প্রেক্ষিতে বুধবার তিনি পৌরবাসীর আর্বজনা সঠিক স্থানে ফেলার জন্য ও শহর দূষণমুক্ত রাখতে ২টি ময়লা ফেলার ভ্যানের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আরমান, প্যানেল মেয়র (২) ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন ও কাউন্সিলর আব্দুল মাজেদ। আরও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।