প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা ২০০৮ সালের নির্বাচনে ২০২১ সাল পর্যন্ত যে রূপকল্প ঘোষণা করেছিলাম, তা বাস্তবায়ন করেছি। ২০১৮ সালের নির্বাচনে যে ইশতিহার দিয়েছি, তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা বলেছিলাম, ঢাকা শহরকে যানজটমুক্ত করবো। আর আজকে যানজটমুক্ত করতে আমরা মেট্রোরেল নির্মাণ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ এর নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশটি সুধী সমাবেশ হলেও এটি জনসমাবেশে রূপ নেয়।
শেখ হাসিনা বলেন, আমরা ২০১৮ সালের ঘোষণা অনুযায়ী ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর জন্য কাজ করে চলেছি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করছে। জনগণ আমাদের সঙ্গে আছে। কাজেই আন্দোলন সংগ্রাম করে কেউ কিছু করতে পারবে না।
শেখ হাসিনা বলেন, আপনারা আস্থা রাখতে পারেন (আওয়ামী লীগের নেতাকর্মীরা) যে, জনগণ আমাদের সঙ্গে আছে। কারণ আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। কাজেই জনগণ যতোক্ষণ আমাদের সঙ্গে থাকবে, ততোক্ষণ পর্যন্ত আন্দোলন-সংগ্রাম করে কেউ কিছু করতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো এবং পাতালরেলে বাংলাদেশের নবযাত্রা শুরু হলো।
তিনি বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রগতি আর কেউ রুখতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এজন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
সবাইকে বিদ্যুৎ, জ্বালানি ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলেই। এই গণতন্ত্র আছে বলেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’।