রাজশাহী সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

রাজশাহী সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; মানিক হোসেন, রাজশাহী : চলমান শীতের দুর্ভোগে পড়া রাজশাহী জেলার পবা উপজেলার নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তাঁদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের রাজশাহী মহানগর শাখা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার খড়খড়ি বাইপাসে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার আয়োজনে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি ইসলামের উদ্যোগে ৫০ জন দরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগেকে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করায় সেইসঙ্গে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের সুস্থতা কামনার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর কমিটির সকল নেতৃবৃন্দের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক সাহেব আলী সাহেদ বলেন, প্রতি বছর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গরীব-অসহায় মানুষের পাশে সব সময় রয়েছে এবং থাকবে।

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি ইসলাম বলেন, প্রতি বছর শীত এলেই চোখে পড়ে অসহায় ও দরিদ্র মানুষের আহাজারি। এই শীতে জীবনধারণ অনেক কষ্টের হয়ে পড়ে। আমরা চেষ্টা করেছিমাত্র তাঁদের পাশে দাঁড়াতে। মানুষের প্রতি দায়িত্বের অংশ হিসেবে সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আজকের এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের রাজশাহী মহানগরের সভাপতি হাসিবুল আলম রাজন, সাধারণ সম্পাদক সাহেব আলী সাহেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরাজ, পবা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক অধ্যাপক আনোয়ারুল হক, পারিলা ইউনিয়নের ছাত্রলীগের কর্মী আরিফুল ইসলাম ইমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।