বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ৫৩ জন গ্রেপ্তার, ৭ অস্ত্র জব্দ
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে মোট ৫৩ জন গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭টি অস্ত্র জব্দ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) কুকিচিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্রগুলো জব্দ করা হয়।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুমার পাহাড়ে কুকিচিনের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযানে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে কুকিচিনের সন্ত্রাসীদের আটকের কথা নিশ্চিত করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় অস্ত্র জব্দের কথাও জানান তিনি।
এ সময় র্যাব জানায়, বান্দরবানে এক বিশেষ অভিযানে কুকিচিনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করা হয়েছে। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।