সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : গত কয়েকদিন থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘কিংস পার্টি’ খ্যাত বিএনএমে সাকিব আল হাসানের যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গণে আলোচনা হচ্ছে। অবশেষে সাকিব-আল হাসানের ইস্যুতে মুখ খুললেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ’র দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করে জয়লাভ করেছে। এর আগে সে কোনও দল করেছে কি-না, সেটা আওয়ামী লীগের কাছে বিবেচ্য নয়।
ওবায়দুল কাদের বলেন, নমিনেশন চাওয়ার আগে সাকিব আমাদের পার্টির কেউ ছিলো না। নমিনেশন যখন নেয়, তাঁকে প্রাইমারি সদস্য পদ নিতে হয়। সে শর্ত পূরণ করা দরকার, সেটা সে করেছে।