সেন্ট্রাল হসপিটাল পেলো অপারেশনের অনুমতি
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রায় দুই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১০ আগস্ট) সেন্ট্রাল হসপিটালকে অপারেশনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আইসিইউতে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত, সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম প্রদর্শনসহ ৬ শর্তে অপারেশন থিয়েটার (ওটি), আইসিইউসহ অন্যান্য কার্যক্রম চালুর অনুমতি পেয়েছে সেন্ট্রাল হসপিটাল।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. হাবিবুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে সেন্ট্রাল হসপিটালকে এই অনুমতি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আগামী এক বছর সব কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। এসব নির্দেশ পালনে ব্যত্যয় ঘটলে হাসপাতাল পরিচালনায় বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যেসব শর্ত দেওয়া হয়েছে :
১. সেন্ট্রাল হাসপাতালে কনসালট্যান্সি সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম, বিশেষজ্ঞ সেবার বিষয় এবং সেবামূল্য উল্লেখ করে তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে।
২. হাসপাতালে সেবা নিতে আসা সব রোগীর সিরিয়াল এবং বিশেষজ্ঞ সেবার তথ্যের জন্য হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন তথ্যকেন্দ্র থাকতে হবে।
৩. আইসিইউতে প্রতিদিনই ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৪. এনআইসিইউতে ২৪/৭ (২৪ ঘণ্টা, ৭ দিনই) বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৫. আগামী এক বছর সিজারিয়ান সেকশন, নরমাল ডেলিভারির সব তথ্য প্রতিমাসে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।
৬. আগামী এক বছর প্রতিমাসে আইসিইউ এবং এনআইসিইউতে ভর্তি রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।
প্রসঙ্গত, গত জুন মাসে সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণার বলি হয়ে নবজাতকের মৃত্যু এবং প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় হাসপাতালটিতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।