অং সান সু চির আরও ৩ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও তাঁর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান শন টার্নেলকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের উভয়ের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিলো। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের একটি সামরিক আদালত তাঁদের এ কারাদণ্ড দেয়। খবর বিবিসির।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ইয়াঙ্গুনে আটক করা হয়েছিলো শন টার্নেলকে। অপরদিকে গৃহবন্দি রয়েছেন সু চি। তবে এ অভিযোগের বিরুদ্ধে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া ইমপ্যাক্ট ডিরেক্টর টিম ও’কনর বলেছেন, শন টার্নেলকে ন্যায্য বিচার, আইনি পরামর্শ এবং কনস্যুলার সহায়তার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় নি। এই বিচারকাজটি ছিলো সম্পূর্ণ প্রতারণা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
একই অভিযোগে সু চি ও তাঁর অর্থনৈতিক টিমের বেশ কয়েকজন অভিযুক্ত হয়েছেন। এ অভিযোগে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে দেশটিতে।
গত বছর সামরিক অভ্যুত্থানের পর সু চিসহ তাঁর বেশ কয়েকজন অর্থনৈতিক উপদেষ্টা, রাজনীতিক, আইনপ্রণেতা, কূটনীতিক এবং কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করে জান্তা সরকার। এরপর সু চির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা করা হয়। এরই মধ্যে সু চি বিভিন্ন মামলায় ১৭ বছরের কারাদণ্ড পেয়েছেন। বেশিরভাগ মামলা ছিলো দুর্নীতির।
বিবিসির খবরে বলা হয়েছে, সু চির বিরুদ্ধে আনা বেশ কয়েকটি অভিযোগের রায় এখনো বাকি আছে। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রায় ২ শ বছরের জেল হতে পারে তাঁর।