অস্ট্রেলিয়ায় শপিংমলে হামলায় নিহত ৬ : পুলিশের গুলিতে হামলাকারী নিহত

অস্ট্রেলিয়ায় শপিংমলে হামলায় নিহত ৬ : পুলিশের গুলিতে হামলাকারী নিহত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : অস্ট্রেলিয়ার সিডনির একটি শপিংমলে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এদিকে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।

নিউ সাউথ পুলিশ এক বিবৃতিতে জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। 

এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার অ্যান্থনি কুক বলেন, ৯ জনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিও ফুটেজে ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং অ্যাম্বুলেন্স দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে একাধিক হতাহতের পাশাপাশি একজন লোককে একটি বড় ছুরি বহন করতেও দেখা গেছে। হামলাকারী একজন পুরুষ এবং তাকে থামাতে পুলিশ গুলি করে। পরে সে নিহত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি গণমাধ্যমকে বলেন, আমরা হঠাৎ দেখলাম একজন ব্যক্তি তাড়াহুড়ো করে শপিংমলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেলো। ওই নারীর সঙ্গে একটি শিশুও ছিলো। তারপরও ওই ব্যক্তি ফের দৌড়ে সামনে এগিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখলাম, তাঁরা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিড়ে তাঁদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম। পরে জানা গেছে, আহত ওই নারী ও শিশু মারা গেছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ বলেন, দুঃখজনকভাবে, একাধিক হতাহতের খবর পাওয়া গেছে এবং সমস্ত অস্ট্রেলিয়ানদের প্রথম চিন্তা ক্ষতিগ্রস্তদের এবং তাঁদের প্রিয়জনদের নিয়ে। আহতদের জন্য আমাদের সমবেদনা এবং আমরা তাঁদের যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের সাহসী পুলিশ এবং সহযোগিতাকারীদের ধন্যবাদ জানাই।