ফেনীতে মাদরাসায় শিশুকে শিকলে বেঁধে নির্যাতন : অধ্যক্ষ আটক।

ফেনীতে মাদরাসায় শিশুকে শিকলে বেঁধে নির্যাতন : অধ্যক্ষ আটক।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; ফেনী : ফেনীর দাগনভূঞায় এক শিশু শিক্ষার্থীকে লোহার শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগে এক মাদরাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ জুন) উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দেউলিয়া নুরানীয়া হাফেজিয়া মাদরাসা থেকে অধ্যক্ষ ফখরুল ইসলামকে (৪০) আটক করা হয় বলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানিয়েছেন।

একদিন আগে শনিবার গভীর রাতে এই মাদরাসার হেফজ বিভাগের ওই ছাত্র (৭) পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ উদ্ধার করে।

শিশুটির বাবা সাংবাদিকদের বলেন, চলতি বছরের শুরুতে দেউলিয়া নুরানীয়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগে ছেলেকে ভর্তি করান। এরপর থেকে তাঁর ছেলেসহ আরও অনেক শিক্ষার্থীকে মাদরাসায় নির্যাতন করা হতো বলে জানা যায়। গত শুক্রবার ছেলে মাদরাসা থেকে পালিয়ে যায় এবং নির্যাতনের বিষয়টি আমাকে জানায়। সে মাদরাসায় আর পড়বে না বললেও আমি বুঝিয়ে শনিবার বিকালে আবার মাদরাসায় রেখে যাই।

শিশুটির বাবার অভিযোগ, পালিয়ে বাড়ি আসার বিষয়টি জেনে অধ্যক্ষ শিশুটিকে লোহার শিকলে বেঁধে মাদরাসার একটি কক্ষে আটকে রাখেন এবং লাঠি দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে জখম করেন।

তিনি আরও বলেন, শনিবার রাত ৩টার দিকে সে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায়; ওই সময় সড়কে নেমে আসলে টহলরত পুলিশের একটি দল তাঁকে দেখে উদ্ধার করে।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বাঙলা কাগজ ও ডনকে জানান, খবর পেয়ে অধ্যক্ষ ফখরুল ইসলামকে রোববার সকালে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নির্যাতনের ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ওই মামলায় অধ্যক্ষ ফখরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হবে।