আমি পাখির মতো স্বাধীনতা চাই : কালাম আঝাদ
আমি যা করতে চাই
তা করতে না পারলে
নিজেকে পরাধীন মনে হয়
মনে হয় আমি অন্য কারও শৃঙ্খলে
আটকা পড়ে আছি
অথচ আমার তা থাকার কথা ছিলো না
কথা ছিলো আমি মুক্ত হয়ে যাবো
বিহঙ্গ হবো
আমি আমার উপার্জনে
মানুষের সেবা করবো।
আমি চাই
আমি যেনো তা করতে পারি দ্রুততম সময়ে।
আমি সারা পৃথিবীর মানুষকে
প্রগতিশীল করে তুলতে চাই
আমি প্রগতিশীলদের সমৃদ্ধি দিতে চাই
আমি প্রশান্তি দিতে চাই
আমি জয় দিতে চাই
আমি সুখ দিতে চাই
আমি আপনাদেরকে এলিট করে দিতে চাই।
আমি যেনো দ্রুততম সময়ে
আমার উপার্জনে
মানুষের জন্য
কাজ করা
শুরু করতে পারি
আমি তা চাই।
আমি প্রগতিশীল ভালো মানুষদের অনেক ভালো চাই।