আমি প্রেমে পড়েছি : কালাম আঝাদ

আমি প্রেমে পড়েছি : কালাম আঝাদ

নীলাঙ্ক আর গেরুয়া মন, বেগুনি প্রেম
কষ্টার্জিত ও ‘নষ্টার্জিত’ যতো সময়
‘নষ্টের’ আখড়ায় বিনোদনে মগ্নতা
নারীর স্তন ও উরুতে খুঁজে ফেরা সুখ
দিবামগ্ন কিংবা রাত্রিতে সুখের প্রেম
আমি প্রেমে পড়েছি ওই প্রজাপতিটার
আমি প্রেমে পড়েছি উড়ে যাওয়া শালিকের
আমি প্রেমে পড়েছি জানালার পাশে বসা কবুতরের
আমি প্রেমে পড়েছি ওই হাতিটার
আমি প্রেমে পড়েছি শূকর, শিয়াল ও কুকুরের
আমি প্রেমে পড়েছি ছাগল ও গরুর
আমি প্রেমে পড়েছি সিংহের ও হরিণের
আমি প্রেমে পড়েছি বাঘের ও মহিষের
আমি প্রেমে পড়েছি সকল প্রাণীর, সকল বস্তুর ও সকল অবস্তুর।
আমি তোমাকে, আপনাকে ও তোকে ভালোবাসি।