নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের ক্রামাতোরস্ক শহরের একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, আজ শুক্রবার (৮ এপ্রিল) রুশ বাহিনীর এ হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। তবে রেলস্টেশনে হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।
ইউক্রেনের কেন্দ্রীয় রেল পরিষেবা বিভাগ জানিয়েছে, আজ সকালের দিকে পরপর ২টি রকেট আঘাত হানে ওই স্টেশনে। এ সময় স্টেশনে অনেক মানুষ অপেক্ষা করছিলেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলের যে কয়েকটি রেলস্টেশন এখনও যাত্রীসেবা দিয়ে যাচ্ছে, তারমধ্যে ক্রামাতোরস্ক শহরের ওই স্টেশনটি অন্যতম। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যাত্রীদের নিরাপদস্থানে সরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্রামাতোরস্ক।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনহো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, দোনবাস (দোনেৎস্ক ও লুহানস্ক) এলাকায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীরমধ্যে সংঘাত বাড়তে থাকায় বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে কয়েকটি ট্রেন অপেক্ষা করছিলো ক্রামাতোরস্ক স্টেশনে।