সাক্কু : আমি এই ফল মানি না, মামলা করবো।

সাক্কু : আমি এই ফল মানি না, মামলা করবো।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারিভাবে ঘোষণা করা ফলে পরাজিত হয়ে টেবিলঘড়ি প্রতীকে নির্বাচন করা মনিরুল হক সাক্কু বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। টেলিফোন কইরা নৌকারটা দিয়া দিলো, আমি এই ফল মানি না, মামলা করবো।

বুধবার (১৫ জুন) রাতে ভোট গণনা কেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। তাদের তো কোমরই নাই, মেরুদণ্ডই নাই। মেরুদণ্ড থাকলে এভাবে করে? আমার ১০১ কেন্দ্র ঘোষণা হয়েই গেছে। আর চারটা কেন্দ্র আছে। এজেন্ট বললো, চারটার ফল দিলে আমরা চলে যাই। উনি দেড় ঘণ্টা ঘুরাতে শুরু করলো। টেলিফোন কইরা নৌকারটা দিয়া দিলো। আমি এই ফল মানি না। মামলা করবো।

এর আগে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। 

সংবাদ সম্মেলনে শাহেদুন্নবী চৌধুরী জানান, ১০৫টি কেন্দ্রের ফলাফলে রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এবার সিটির ২৭টি ওয়ার্ডের সবগুলোতেই ইভিএমে ভোট নেওয়া হয়েছে। নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। আর পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। পাশাপাশি হিজড়া ভোটার ২ জন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হয়েছে।