এবারের গ্রন্থমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

এবারের গ্রন্থমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে। গত বছরের বইমেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিলো।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর বইমেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫০টি। গত বছর নতুন বই এসেছিলো ৩ হাজার ৪১৬টি। 

মুজাহিদুল ইসলাম আরও বলেন, বইমেলা কমিটির দেওয়া ফরমে প্রকাশকরা যে তথ্য দিয়েছেন, তা থেকে এই উপাত্ত প্রকাশ করা হয়েছে। কিন্তু নতুন বই বা বই বিক্রির তথ্যটি সঠিক নয় বলে বইমেলা পরিচালনা কমিটি মনে করে। অনেক প্রথিতযশা প্রকাশকও নতুন বই কিংবা বই বিক্রির তথ্য পূর্ণাঙ্গভাবে দেন নি। তাই এই তথ্যটি বাস্তবসম্মত নয়। 

গত পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মুজাহিদুল ইসলাম জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬৩ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন পাঠক, দর্শক ও লেখক মেলায় আসেন। 

এদিকে মঙ্গলবার বিকেলে বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পরিপূর্ণ। শেষ বিকেলে বই কিনে ঘরে ফেরার আনন্দে উদ্বেল ছিলেন পাঠকেরা।