ডন প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় কাউন্সিলরের কার্যালয়ে ঢুকে এলোপাথাড়ি গুলির ঘটনায় মারা গেছেন কাউন্সিলরসহ ২ জন। এক্ষেত্রে রাতে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল এবং তাঁর সহযোগী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা নিহত হন।
এর আগে কুমিল্লার পাথরিয়াপাড়ায় ওই ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় একদল মুখোশধারী।
সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ সোহেল এবং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হরিপদ সাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পুলিশ বলেছিলো, তাঁরা গুরুতর আহত।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ রাত পৌনে ৮টার দিকে বাংলা কাগজ এবং ডনকে বলেন, ‘কাউন্সিলরের কার্যালয়ে ঢুকে দুজনকে গুলি করা হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, এখনও তাঁরা চেষ্টা করে যাচ্ছেন।’
তবে সোহেলের মৃত্যু হয়েছে দাবি করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, ‘কাউন্সিলরের কার্যালয়ে ঢুকে গুলি করে পালিয়েছে হামলাকারীরা। কাউন্সিলরকে অন্তত ১০টি গুলি করা হয়েছে। তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থাকা কাউন্সিলরের আরও দুই সহযোগীও গুলিবিদ্ধ হয়েছেন।’
৫২ বছর বয়সী সোহেল কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সদস্য। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করে আসছিলেন তিনি।
কুমিল্লা নগরীর সুজানগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে সোহেল এর আগেও এক মেয়াদে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ওই ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হরিপদ সাহা সাহাপাড়ার রমনী মোহন সাহার ছেলে।