সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা।

সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বন্যায় নানান রোগে আক্রান্ত ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। যেখানে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২ জুলাই) দিনব্যাপী সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. মুকুল চক্রবর্তী ও ডা. আলী আশরাফ সোহাগ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের জ্যেষ্ঠ সদস্য নুরুল ইসলাম বজলু (সাবেক ভারপ্রাপ্ত মেয়র), সবজু কান্তি দাস, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার, সদর যুবলীগের সহ-সভাপতি ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিয় মৈত্র প্রমুখ।