খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৯ টাকায়।

খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৯ টাকায়।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ডলারে কারসাজি যেনো থামছেই না। ফলে ডলার বিক্রির চেয়ে বেশি কিনছেন অনেকেই। আজ বুধবার (১০ আগস্ট) মতিঝিলসহ বিভিন্ন এলাকার খোলা বাজারে ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৮ থেকে ১১৯ টাকা। গত সোমবারও (৮ আগস্ট) যা ছিলো ১১৪ থেকে ১১৫ টাকা। ফলে একদিনের ব্যবধানেই ডলারের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। যাতে অবমূল্যায়ন হয়েছে টাকার। এদিন খোলা বাজারে যদি কোনও গ্রাহক ডলার বিক্রি করেছেন, তাহলে পেয়েছেন ১১৫ টাকা থেকে ১১৬ টাকা হারে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, খোলা বাজারের মতো বা‌ণি‌জ্যিক ব্যাংকগুলোতেও বেশি দামে বিক্রি হচ্ছে ডলার। যেখানে ব্যাংকগুলোতে ১ ডলারের বিপরীতে রাখা হচ্ছে ১০৮ থেকে ১১০ টাকা। অথচ গত সোমবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ হয়েছে ৯৫ টাকা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ওইদিন সরকারি আমদানি বিল মেটাতে ৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছিলো। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর।

এদিকে প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির অভিযোগে গত সোমবার দে‌শি-বিদেশি ৬টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসারণ করতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই ব্যাংকগুলো হলো : বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, সি‌টি ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক এবং বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।