৯৯৯ এ কল : মেঘনা নদী থেকে ২৬ পর্যটক উদ্ধার করলো নৌ পুলিশ।

৯৯৯ এ কল : মেঘনা নদী থেকে ২৬ পর্যটক উদ্ধার করলো নৌ পুলিশ।

ডন প্রতিবেদন : লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আলেকজান্ডার, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন একটি দর্শনীয় এলাকা। এই এলাকায় লক্ষ্মীপুর জেলাসহ পাশের জেলা নোয়াখালী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও পর্যটকেরা নিয়মিত বেড়াতে যান। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিদিনের মতো নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৬ জন দর্শনাথী একটি বোটে করে আলেকজান্ডার চরে বেড়াতে যান। আলেকজান্ডার ঘুরে, ফিরে যাবার পথে জোয়ার-ভাঁটা জনিত কারণে ডুবন্ত চরে তাঁদের বোটটি আটকে যায়। এতে অন্ধকারে বোটে থাকা নারী ও শিশুসহ সকলেই ভীত হয়ে পড়েন। দুর্ভাগ্যজনকভাবে তাঁদের আশেপাশে সাহায্য করার মতো কোনও নৌকা বা ট্রলারও ছিলো না। এরমধ্যে বোটে থাকা একজন যাত্রী জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য প্রার্থনা করে। ৯৯৯, তাৎক্ষনিকভাবে বড়খেরী নৌ পুলিশ স্টেশনকে বিষয়টি অবহিত করলে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) কামরুজ্জামান ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। নৌ পুলিশ সদস্যরা বোটে থাকা দর্শনার্থীদের নিরাপদে উদ্ধার করে গন্তব্যস্থলে পৌঁছে দেন। আলেকজান্ডার চর থেকে উদ্ধারকৃত দর্শনার্থীরা দ্রুততম সময়ে নৌ পুলিশের সহযোগিতা পাওয়ায় জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিকভাবে নৌপথে দর্শনার্থীদের নিরাপত্তায় নৌ পুলিশের ভূমিকা ইতোমধ্যেই জনসমাদৃত হয়েছে বলেই রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নৌ পুলিশ।