গাইবান্ধায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

গাইবান্ধায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; গাইবান্ধা : একদিনের ব্যবধানে মঙ্গলবার (১৯ এপ্রিল) গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ ডায়রিয়া রোগী। আক্রান্তদের মধ্যে বয়স্ক নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছেন। গাইবান্ধা জেলা হাসপাতালে ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একটি শয্যাও খালি নেই। বাধ্য হয়ে হাসপাতালের মেঝে, বারান্দা ও সিঁড়ির ওপরে ও নিচে চিকিৎসা নিচ্ছে আক্রান্ত শিশুসহ বয়োবৃদ্ধরা। পর্যাপ্ত বেড ও অপরিচ্ছন্ন পরিবেশে ফলে দুর্ভোগের যেনো শেষ নেই। গাইবান্ধার জেলা হাসপাতালের নার্স ইনচার্জ আরিফা খানম বাঙলা কাগজ ও ডনকে জানান, শয্যার তুলনায় রোগীর চাপ বেশি ও নার্সের সঙ্কট থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে দাবি দায়িত্বরত নার্সদের। গাইবান্ধা জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মো. রেজওয়ানুর রহমান বাঙলা কাগজ ও ডনকে বলেন, জনবল কম থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি হচ্ছে। ‘নানা সীমাবদ্ধতার মধ্যে রোগীর চাপ বেশি হলেও স্বাস্থ্য সেবার ঘাটতি নেই।’ গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাইবান্ধা জেলা হাসপাতালে শিশুসহ তিন শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। গত পহেলা বৈশাখে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয় ও এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালেও পাঠানো হয়েছে।