গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। তবে প্রস্তাবের বিস্তারিত এখনো জানা যায় নি। বিবিসি’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতির ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। তবে তারা একইসঙ্গে গাজায় ইসরায়েলের হামলা স্থায়ীভাবে বন্ধের আগের দাবিই তুলেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানি। তিনি বলেন, প্রস্তাবটির ব্যাপারে হামাসের প্রতিক্রিয়া ‘সাধারণভাবে ইতিবাচক’।

ব্লিঙ্কেন বলেন, হামাস যে প্রস্তাবটিতে সাড়া দিয়েছে, সেটি প্রস্তুত করেছে কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলের কর্মকর্তাদের প্রস্তাবটির ব্যাপারে জানানো হয়েছে। তিনি বলেন, আজ বুধবার ইসরায়েল সফর করার সময় এ নিয়ে তিনি দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হন কমপক্ষে ১ হাজার ৪ শ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি, আহত ৫০ হাজারেরও বেশি।