ছেলে হারিয়ে যাওয়ার ভয়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে রাখেন অন্ধ মা!

ছেলে হারিয়ে যাওয়ার ভয়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে রাখেন অন্ধ মা!

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : মায়ের ভালোবাসার তুলনা হয় না । পৃথিবীর সকল ভালোবাসা যেনো মমতাময়ী মায়ের ভালোবাসার কাছে তুচ্ছ। জীবনের চেয়েও মা তাঁর সন্তানকে কতোটা ভালোবাসেন, তার উদাহরণ রয়েছে অনেক। এরই একটি হলো : মানসিক প্রতিবন্ধী সন্তান হারিয়ে যাওয়ার ভয়ে অন্ধ মা তাঁর নিজের শরীরের সঙ্গে ছেলেকে বেঁধে রাখেন। ঘটনাটির দেখা মিললো ঝিনাইদহের কোটচাঁদপুরের পৌর শহরে।

জানা গেছে, রহিমা খাতুন দুই চোখে দেখতে পান না। শরীরেও হাজার ক্ষতচিহ্নের দাগ। সঙ্গে প্রতিবন্ধী শিশুকে নিয়ে যাযাবর জীবন কাঁটছে তাঁর। যেখানেই রাত হয়, সেখানেই থেকে যান রহিমা খাতুন। শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করে চলে ওই মা-ছেলের সংসার। রহিমা খাতুনের ৮ বছরের শিশু সন্তান আব্দুর রহমানও মানসিক প্রতিবন্ধী। ছেলেকে হারানোর ভয়ে তিনি নিজের শরীরের সঙ্গে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখেন। 

মা-ছেলের এই শিকলবন্দি জীবন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। রহিমা খাতুনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামে। তিনি ওই গ্রামের জয়নাল হোসেনের মেয়ে।