গণহত্যা দিবস আজ : কালাম আঝাদ

গণহত্যা দিবস আজ : কালাম আঝাদ

একাত্তরের পঁচিশ মার্চ
পাকিস্তানি হানাদার বাহিনী
নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে
হত্যা করে তারা বিপুল বাঙালিকে
সেই থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়
নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে 
আমরা পাই স্বাধীনতা
৩০ লাখ শহিদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রম
আমাদের এই স্বাধীনতা এনেছে
তাইতো আমাদের স্বাধীনতা এতোটা দামি।