ভুল ও ভ্রান্তি : কালাম আঝাদ

ভুল ও ভ্রান্তি : কালাম আঝাদ

যখন মা কালীর বদনে থাকে
তখন লাল-কালো রঙ খারাপ নয়
আবার সেই লাল-কালোই খারাপ
যখন তা নির্দিষ্ট দেশের পতাকায় থাকে
মূল কথা, কোনও জিনিসই খারাপ নয়
খারাপ তখনই হয়, যখন এর ব্যবহার খারাপ হয়
আসলে অধিকাংশ মানুষই তাঁর পছন্দের রঙের পোশাক পরেন
তাঁরা অধিকাংশ সময়ই কোনও দেশের সঙ্গে মেলান না
শুধু মেলান যাঁরা সচেতন, তাঁরাই
সুতরাং কেউ কোনও রঙের পোশাক পরলে, তাঁকে অবজ্ঞা না করে
বরং প্রয়োজনে দ্বিতীয় পরীক্ষা নেওয়া যেতে পারে
এরপরই বোঝা যাবে, আসলে বিষয়টা কী
আমাদের রক্ষা পেতে হবে ভুল ও ভ্রান্তি থেকে
কারণ দুনিয়ার সকলকে আমাদের শত্রু বানানো যাবে না
তাতে আমাদের নিজেদের অনেক ক্ষতি।