গভীর রাতে বুয়েটে হিযবুত তাহ্‌রীরের মেইল : শঙ্কিত শিক্ষার্থীরা

গভীর রাতে বুয়েটে হিযবুত তাহ্‌রীরের মেইল : শঙ্কিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের পক্ষ থেকে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ই-মেইলে বার্তা দেওয়া হয়েছে। এ ঘটনায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার (৫ এপ্রিল) রাতের প্রথম প্রহরে বুয়েটের অনেক শিক্ষার্থীর ইনস্টিটিউশনাল ই-মেইলে হিযবুত তাহ্‌রীর নামক সংগঠন থেকে একটি পিডিএফ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই বুয়েটের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘৫ এপ্রিল রাত ১২টায় Subal Das নামে ([email protected]) ই-মেইল থেকে বুয়েটের অনেক শিক্ষার্থীর ইন্সটিটিউশনাল ই-মেইলে হিযবুত তাহ্‌রীর নামক নিষিদ্ধ ছাত্রসংগঠন থেকে একটি পিডিএফ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাদের প্রেস বিজ্ঞপ্তির টাইটেল ছিলো ‘ছাত্রলীগের আগ্রাসন থেকে আমাদের মেধাবী সন্তানদের নিরাপত্তা দিবে কে? এ ছাড়া ই-মেইলে তারা সাধারণ ছাত্রদের এই নিষিদ্ধ সংগঠনের দিকে আহ্বান জানায়। এর আগেও দুটি ই-মেইল ([email protected] এবং [email protected]) থেকে এ জাতীয় পিডিএফ পাঠানো হয়।’

ই-মেইলে আরও উল্লেখ করা হয়, ‘ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বেনামি স্টিকারে কিউ-আর কোড দেওয়া থাকে, যা স্ক্যান করলে হিযবুত তাহ্‌রীর প্রচারণামুখী লেখা দেখা যায়।’

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘রাতে গণহারে ই-মেইল পাওয়ার পর আমরা কর্তৃপক্ষকে অভিযোগ জানাই। পাশাপাশি আমাদের মধ্যে অনেকে লিগ্যাল স্টেপ নিতে জিডি করেছে। আমরা উপাচার্যকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে দেশের অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সহযোগিতায় উক্ত ই-মেইলের আইপি এড্রেস শনাক্ত করে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক।’