চবিতে দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ।

চবিতে দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে শহিদ মিনারে যান। 

পরে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েক শ শিক্ষার্থী শহিদ মিনারে অবস্থান নেন।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খ আলী আর রাজী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হানিফ সিদ্দিকী, সংস্কৃত বিভাগের লিটন মিত্র, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শাখাওয়াত হোসেন ও মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের হেলাল উদ্দিন আহমদ, ইতিহাস বিভাগের রন্টু দাশ, দেবাশীষ প্রামাণিক, সঙ্গীত বিভাগের এ কে এম কৌশিক আহমেদ, জান্নাতুল ফেরদৌস ও রসায়ন বিভাগের ফণীভূষণ বিশ্বাস।

ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যৌন নিপীড়নের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায় নি।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ছাত্রীদের হলে ফেরার নতুন সময়সূচি ঘোষণা করে কর্তৃপক্ষ। বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, এখন থেকে ছাত্রী হলে প্রবেশের শেষ সময় রাত ১০টা। রাত ১০টার পর ছাত্রীরা আর হল থেকে বের হতে পারবেন না।