জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ : হাজি মো. সেলিম বিচারক আদালতে আত্মসমর্পণ করেছেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ : হাজি মো. সেলিম বিচারক আদালতে আত্মসমর্পণ করেছেন।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (২২ মে) বেলা ৩টার দিকে আদালতে আসেন তিনি।

এর আগে হাজি মো. সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলেই বাঙলা কাগজ ও ডনকে জানিয়েছিলেন তাঁর আইনজীবী প্রাণ নাথ।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচারিক আদালত হাজি মো. সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিলো। রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।

২০২০ সালের ৯ মার্চ বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ভার্চুয়াল বেঞ্চ তাঁর ১০ বছরের সাজা বহাল রাখেন। 

গত ১০ ফেব্রুয়ারি এই রায় প্রকাশ হয়। এতে রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এই সংসদ সদস্যকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।