ডিআইজিসহ পুলিশে বড় ধরনের রদবদল।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বাংলাদেশ পুলিশে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ৪ মহানগরীর কমিশনার, দুই উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) বিভিন্ন পদে এ পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার (৩০ জুন) আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবর্তন করা পুলিশ কর্মকর্তাদের মধ্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে। আর রংপুর মহানগর পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরেও আনা হয়েছে পরিবর্তন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে। রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পাওয়া নুরে আলম মিনা। বরিশাল মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) নতুন ৪ জন অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন। তাঁরা হলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে চলতি দায়িত্বে থাকা মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম ও হারুন অর রশীদ।
এ ছাড়া ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২৫ জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।