সহকারী জজ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত।

সহকারী জজ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সহকারী জজ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৫০ জন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) বৃহস্পতিবার (৪ আগস্ট) ফল প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণরা এবার লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচিও দৈনিক পত্রিকায় ৩১ জুলাই এবং কমিশনের ওয়েবসাইটে ৩০ জুলাই প্রকাশ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনও ত্রুটি পেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এবার ১৫তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৭৫০ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে সহকারী জজ হিসেবে নিয়োগ পাবেন তাঁরা।