ঢাবিতে দুর্ঘটনায় নারীর মৃত্যু : শক্ত অবস্থানে শিক্ষার্থীরা

ঢাবিতে দুর্ঘটনায় নারীর মৃত্যু : শক্ত অবস্থানে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষকের প্রাইভেটকার চাপায় রুবিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে শক্ত অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৪ ডিসেম্বর) সকাল থেকেই বহিরাগত কাউকে ঢুকতে না দেওয়া ও যানবাহন নিয়ন্ত্রণসহ ১১ দফা দাবি নিয়ে অবস্থান নিয়েছেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথ মুক্তি ও গণতন্ত্র তোরণ, ভিসি চত্বর, কার্জন হল এলাকা, ঢাকা মেডিক্যাল এলাকায় শক্ত অবস্থানে দেখা যায়। নিউজ লেখা পর্যন্ত (দুপুর একটা) তাঁরা এসব জায়গায় অবস্থানে রয়েছেন। এ সময় শিক্ষার্থীরা বহিরাগত কাউকে ঢুকতে দিচ্ছেন না। কেউ ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। তা না হলে ফিরে যেতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আগত যে কাউকেই।

শিক্ষার্থীরা জানান, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মূলত তাঁদের এই অবস্থান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বহিরাগতদের অবাধ বিচরণ ও যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাফিউল ইসলাম শাফিন নামের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আর কারও রক্ত ঝরুক, তা চাই না। বহিরাগত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখতে চাই।’

জিয়াউল হক নামের আরেক শিক্ষার্থী প্রায় একই কথা বলেন। তিনি আরও বলেন,‘এই ক্যাম্পাসে চলার মতো কোনও পরিবেশ নাই। সব সময় আতঙ্ক নিয়ে চলতে হয়। যানবাহন, কোলাহল, বহিরাগতদের অবাধ বিচরণ এই ক্যাম্পাসকে পার্কে পরিণত করেছে। আমরা এর পরিবর্তন চাই।’