নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; শাহিনুর আলম শাহিন, হিলি : দুই বাংলার সম্প্রীতির প্রয়াসে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শুন্যরেখায় অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা এবং ভারতের বাংলা ভাষা প্রেমীরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ভারতের ১৬ জনের একটি প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং স্থানীয়রা। পরে সীমান্তের জিরো পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নির্মিত অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি তাঁরা শ্রদ্ধা জানান।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু এবং ভারতের দক্ষিণ দিনাজপুরের উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, বালুরঘাট রেইনবো কালচারাল একাডেমির সম্পাদক শুভঙ্কর রায়, কবি জয়ন্ত চক্রবর্তী ও গৌতম চক্রবর্তীসহ অন্যান্যরা।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন ও কবিতা পাঠ করেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হয়।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে উপজেলা মানবতার প্রদীপ সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।