পদ্মা সেতুর শুরু থেকে শেষ : নাম থাকবে শেখ হাসিনার।

পদ্মা সেতুর শুরু থেকে শেষ : নাম থাকবে শেখ হাসিনার।

বাসস : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২১ বছর আগে ২০০১ সালের ৪ জুলাই বাংলাদেশের এ যাবৎকালের মধ্যে সবচেয় বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। জাতি এখন এ সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পূর্ব মূহূর্তে সময় গণনা করছে। প্রধানমন্ত্রী শনিবার (২৫ জুন) এটি উদ্বোধন করবেন।

সেতুর অবকাঠামো, ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধনী ফলক বিভিন্ন মেয়াদে ও বিভিন্ন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালনের স্মৃতি বহন করবে।

জানা গেছে, শেখ হাসিনা ২ দশক আগে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সময় দেশের বৃহত্তম এ সেতু বিদেশি দাতা সংস্থাগুলোর সহযোগিতায় নির্মাণ করার কথা ছিলো। পরে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ, সহযোগী সংস্থার সরে দাঁড়ানো, কানাডার আদালতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ার পরে আবারও তাঁদের ফিরে আসার চেষ্টা- এর সবই এখন ভিন্ন ইতিহাস। কারণ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাঁর দৃঢ়চেতা মনোবলের মাধ্যমে বাংলাদেশের অর্থায়নেই নির্মাণ করেছেন স্বপ্নের পদ্মা সেতু।